সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তসংলগ্ন মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে ইউনুছ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমারের ‘লাল কাইন্দা’ এলাকায়, সীমান্ত পিলার ৩৩ ও ৩৪-এর মাঝামাঝি এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্র শব্দে পুরো সীমান্ত এলাকা কেঁপে ওঠে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ইউনুছ গুরুতর আহত হন। আহত অবস্থায় তার চিৎকার শুনে সীমান্তের কাছাকাছি অবস্থান করা দুই বাংলাদেশি যুবক দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে ইউনুছকে গাড়িযোগে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ইউনুছ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং এজাহার হোসেনের ছেলে। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা আরাকান আর্মির নির্ধারিত রুট এড়িয়ে বিকল্প পথে পণ্য পাচারের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর