সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অফিসে ঢুকে কর্মকর্তাকে মারধর, বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

অফিসে ঢুকে কর্মকর্তাকে মারধর, বিএনপি নেতা আটক

রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে সরকারি অফিসে ঢুকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় অধিদফতরের কার্যালয় থেকে তাদের আটক করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


আটক অন্যরা হলেন—নারায়ণপুরের রুহুল আমিন, শেখপাড়ার বাচ্চু বিশ্বাস, ভবানীপুরের মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফরিদ হোসেন এবং শিশির করিম।

ওসি মাহমুদুর রহমান জানান, অফিসকক্ষে ঢুকে কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রস্তুত করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর