সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এইচএসসিতে প্রথম দিনেই যশোর বোর্ডে অনুপস্থিত ১৬৩৮ পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

শেয়ার করুন:

Jo

সারাদেশের ন্যায় যশোর শিক্ষা বোর্ডেও বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। জেলায় প্রথম দিনের পরীক্ষাতেই ১ হাজার ৬৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত। 

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, যশোর শিক্ষা বোর্ডে ২৪০টি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রে পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ৯৪৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৯০ হাজার ৩১১ জন। অনুপস্থিত ১ হাজার ৬৩৮ জন। 

অনুপস্থিত হওয়া পরীক্ষার্থীদের খুলনায় ৩৫৬, বাগেরহাটে ১২৬, সাতক্ষীরায় ১৯৮, কুষ্টিয়ায় ২০১, চুয়াডাঙ্গায় ১২৭, মেহেরপুরে ৬২, যশোরে ২১৯, নড়াইলে ৬৮, ঝিনাইদহে ২০৮ ও মাগুরায় ৭৩ জন রয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও পরীক্ষা সংক্রান্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর