ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শেয়ালের কামড়ে একই গ্রামের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মেদনি সাগর লুহাকাচি গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শেয়ালের কামড়ে ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মো. রবুর পরিবারসহ এলাকার অন্তত ছয়জন আহত হন।
বিষয়টি রাত ৮টার দিকে নিশ্চিত করেন গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম।
আহতরা হলেন - একই গ্রামের মো. রবু হোসেনের ভাতিজা মো. আবু রাইহান (২২), তার স্ত্রী নাসরিন ( ২১), ছেলে মো. রেদোয়ান (১), আশাদুল হকের মেয়ে আদিবা (৩), বাচ্চু মিয়ার ছেলে আল-আমিন (২১)-সহ আরও একজন।
চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ইদানীং এলাকায় শেয়ালের উৎপাত বেড়ে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর রাস্তায় চলাচল করতে গেলে শেয়ালের আতঙ্কে থাকতে হয়। বৃহস্পতিবার দুপুরে রবুর বাড়ির উঠানে হঠাৎ করে একসঙ্গে দুটি শেয়াল তাদের বাড়ির লোকজনের ওপরে আক্রমণ করে। এতে আমার জানা মতে ২-৩ জন আহত হন। আহতরা তাৎক্ষণিক ভ্যাকসিন ও চিকিৎসা গ্রহণ করেছেন এবং সবাই বর্তমানে সুস্থ আছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শেয়াল দু’টি হয়ত খাদ্যের অভাবে মানুষের ওপরে আক্রমণ করেছে, নয়তো পাগল হয়ে গেছে। এ বিষয়ে এলাকায় কয়েক দিন আগে মাইকিংও করা হয়েছে। শেয়ালের আক্রমণের ঘটনার পর ওই গ্রামের লোকজন সন্ধ্যা পর্যন্ত পাঁচটি শেয়ালকে পিটিয়ে মেরে ফেলেছে।
এলাকাবাসীর অভিযোগ, বন্যপ্রাণী রক্ষায় কোনো পদক্ষেপ না থাকায় মাঝে-মধ্যেই এ ধরনের হঠাৎ আক্রমণের শিকার হতে হয়। কেউ কেউ ধারণা করছেন, শেয়ালগুলো জলাতঙ্কে আক্রান্ত ছিল।
এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আহতরা হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেননি। এলে তাদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হতো। তারা হয়ত পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন।
প্রতিনিধি/ এমইউ

