সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাপের কামড়ে মেয়ের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

সাপের কামড়ে মেয়ের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

যশোরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মারা গেল ৯ বছরের এক মেয়ে। এ ঘটনায় মা খাদিজা বেগম (৩০) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


মৃতের নানি ফুলমতি জানান, বাঁকড়া গ্রামের ইমাদুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (৩০) ও মেয়ে সুমাইয়া খাতুন (৯) একই ঘরে ঘুমিয়েছিল। ভোরের দিকে ঘুমন্ত মা ও মেয়েকে বিষধর সাপে কামড় দেয়। 

এ সময় তাদের চিৎকারে ঘুম ভাঙে ইমাদুলের। তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে প্রতিবেশীদের সহায়তায় স্ত্রী-সন্তানকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে সুমাইয়ার মৃত্যু হয়। সে স্থানীয় কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।

হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার সুমি আক্তার জানান, মা ও মেয়েকে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করাসহ সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দেরি করে হাসপাতালে আনার কারণে শিশু সুমাইয়াকে বাঁচানো সম্ভব হয়নি। তার মা খাদিজার অবস্থা আশঙ্কাজনক।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর