রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুলাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
বিজ্ঞাপন
বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তার বাড়ি নগরীর জলকর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুলাল হোসেন নামে এক রোগী বুধবার জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। নমুনা নিয়ে র্যাপিড এন্টিজেন্ট পরীক্ষা করার পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে আমাকে জানানো হয়েছে যে এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত রোগী ভালো আছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

