বান্দরবানের লামা উপজেলায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ৩টার দিকে লামা উপজেলার বাগানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন — রুমা উপজেলার বগালেক পুকুরপাড়া এলাকার নুথিয় ত্রিপুরার ছেলে রহিম ত্রিপুরা (৩৮), লামা বাগানপাড়া এলাকার মনিন্দ্র ত্রিপুরার ছেলে তানিয়াল ত্রিপুরা (৩৬) এবং থানচি বড় মদক এলাকার মেথিয় ত্রিপুরার ছেলে হালি রাম ত্রিপুরা (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) রাতে লামা মিরিঞ্জা এলাকার প্যারাডাইস রিসোর্ট থেকে ব্যবস্থাপক আবদুল খালেককে (২০) অপহরণ করে দুষ্কৃতিকারীরা। অপহরণের পর তারা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তবে আবদুল খালেক কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকাবাসী বাগানপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনামুল হক (পরিদর্শক তদন্ত) জানান, রিসোর্টের ম্যানেজার অপহরণের বিষয়টি আগে আমাদের কেউই জানায়নি। বিকেল ৩টায় তিন সন্ত্রাসীকে আটক করলে বিষয়টি জানতে পারি। জনতা সন্ত্রাসী তিনজনকে আটক করে ইয়াংছা আর্মি ক্যাম্পে সোপর্দ করে।
বিজ্ঞাপন
তাদের কাছে প্যারাডাইস ভ্যালি থেকে ছিনতাই করা দু’টি মোবাইল এবং একটি কিরিচ জব্দ করা হয়েছে। সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে অপহরণকারীদের পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এমইউ

