নারায়ণগঞ্জ ও গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে নারায়ণগঞ্জ জেলায় ২৫০০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং গাজীপুরে এক শিল্প প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
সংস্থাটি জানায়, বুধবার (২৫ জুন) নারায়ণগঞ্জের মিরেরটেক, মিরেরটেক কালভার্ট, হাতুরাপাড়া, নয়াপুর ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬০০টি অবৈধ আবাসিক বার্নার এবং বিভিন্ন ব্যাসের ১৭০ ফুট পাইপ অপসারণ করা হয়। একইসঙ্গে ৫.৫ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন (কিলিং) করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।
একই দিনে রূপগঞ্জ ও ভূলতা এলাকায় পৃথক অভিযানে ৫৫০টি বাড়িতে ৯০০টি অবৈধ গ্যাসচালিত চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।
অন্যদিকে গাজীপুর জেলার বানিয়ারচালা, বাঘের বাজার ও মির্জাপুর বাংলা বাজার রোড এলাকায় পরিচালিত অভিযানে ১০০টি হোস পাইপ, ২টি স্টার বার্নার, ১টি দ্বিমুখী চুলা এবং ১৮টি ড্রায়ার, ২টি বয়লার ও একটি জেনারেটর জব্দ করা হয়।
এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে "মেসার্স ডেকর ওয়েট প্রসেসিং" নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমআর/ইএ

