মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে ট্রাক উল্টে বেদে সম্প্রদায়ের ২ জন নিহত, আহত ২১

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

বরিশালে ট্রাক উল্টে বেদে সম্প্রদায়ের ২ জন নিহত, আহত ২১

বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বেদে সম্প্রদায়ের সদস্যদের বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোড়াকাঠি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


এ বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন। 

তিনি বলেন, বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে উল্টে যায়। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন - মুন্সিগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরিয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০)। হতাহতরা সবাই বেদে সম্প্রদায়ের।

স্টেশন অফিসার বিপুল আরও বলেন, দুর্ঘটনার সময় বেদে সম্প্রদায়ের ২৩ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর