মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি৷
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কবি সানাউল হক কলেজে বিজিবির ২৫ ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভার শুরুতে মাদকদ্রব্যের অপব্যবহার ও ক্ষতি সম্পর্কিত একটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ মো. আহসান আহম্মেদ রানা ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদু্ল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা মাদকের কুফল তুলে ধরে বলেন, মাদকের অপব্যবহারের ফলে সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এক্ষেতে সীমান্তবর্তী বাসিন্দাদের সবর আগে সোচ্চার হওয়ার পাশাপাশি সন্তানরা যেন মাদকাসক্ত না হয়ে পড়ে সেদিকে নজর রাখতে হবে।
প্রতিনিধি/ এজে

