সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে নিজ বাসের চাপায় হেলপার নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

বরিশালে নিজ বাসের চাপায় হেলপার নিহত

বরিশালের বানারীপাড়া বাস টার্মিনালে নিজ বাসের চাপায় হেলপার হৃদয় (১৮) নিহত হয়েছেন। 

বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের লাইন সম্পাদক জগলু হাওলাদার।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ রুটের স্বর্ণা পরিবহন বানারীপাড়া টার্মিনালে এসে পার্কিং করছিল। তখন সেই বাসের হেলপার হৃদয় বাস থেকে নেমে পার্কিংয়ে দিক-নির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন। এ সময় চালক ভুলবশত হৃদয়ের ওপর বাস উঠিয়ে দিলে গুরুতর আহত হন তিনি।

 তখন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার হৃদয় মারা যান।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিজ্ঞাপন


এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর