বাগেরহাটের চিতলমারীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় ছেলে রাব্বি খাকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাব্বিকে কারাগারে পাঠানো হয়েছে। মাকে খুন করার ৩৫ দিন পর রাব্বি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন
বিজ্ঞাপন
নিহত লাভলী বেগম উপজেলার চিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের মেয়ে এবং আসামি রাব্বি হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের আনোয়ার খাকির ছেলে।
পুলিশ জানায়, নেশার টাকার জন্য মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করত রাব্বি। সর্বশেষ ২০ মে রাতে মা লাভলী বেগমের (৪৫) সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তিনি তাকে হত্যা করে। এরপর থেকে লাভলী নিখোঁজ ছিলেন।
৩১ মে সকালে উপজেলার চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালে কচুরিপানার পরিস্কার করতে গেলে কচুরিপানার নিচ থেকে লাভলীর অর্ধগলিত মরদেহ ভেসে ওঠে। পরে নিহত লাভলী বেগমের বাবা মুনছুর আলী শেখ চিতলমারী থানায় রাব্বির নামে হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
ঘটনার পর থেকে পলাতক ছিলেন রাব্বি। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, নেশার টাকা চেয়ে না পেয়ে রাব্বি খাকি তার মা লাভলী বেগমকে হত্যা করে মরদেহ খালের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ছিল। হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
প্রতিনিধি/এসএস
