সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যমুনা সেতু মহাসড়কে ৫৯ লাখ টাকার মালামালসহ ট্রাক ডাকাতি, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

ঢাকা-যমুনা সেতু মহাসড়কে ৫৯ লাখ টাকার মালামালসহ ট্রাক ডাকাতি, গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৫৯ লাখ টাকার মালামালসহ ট্রাক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান তার নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিং এ তথ্য জানান।


বিজ্ঞাপন


এর আগে গত মঙ্গলবার (২৪ জুন) রাতে নারায়ণগঞ্জ এবং ঢাকার ডেমরা সারুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাছি উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮)।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে লুট করা ৭৫ ড্রাম পামওয়েলসহ ট্রাক, র‌্যাবের পোশাক ও ওয়াকি-টকি সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

thumbnail_1000015397


বিজ্ঞাপন


জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ২১ জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলসের একটি ট্রাকে ৭৫ ড্রাম ভর্তি পামওয়েল তেল নিয়ে নাটোরের উদ্দেশে রওনা হয়। ট্রাকটি রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা।

এরপর তারা ট্রাকসহ ৭৫ ড্রাম তেল লুট করে নিয়ে যায়। ট্রাকসহ পামওয়েল তেলের মূল্য ৫৮ লাখ ৬৩ হাজার ২৬৫ টাকা।

পরে এ ঘটনায় যমুনা সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় পৃথক ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন ও লাখ টাকা জরিমানা

তিনি আরও বলেন, এ ঘটনার পর ঘটনায় জড়িতদের গ্রেফতারে ডিবি পুলিশের একাধিক টিম কাজ করে। একপর্যায়ে গত মঙ্গলবার রাতে রুবেলকে নারায়ণগঞ্জের এসও রোড এলাকা এবং বাবুকে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এরপর তাদের তথ্যের ভিত্তিতে লুট করা ৭৫ ড্রাম পামওয়েল তেল, ট্রাক, ২টি ওয়াকি-টকি, হ্যান্ডকাফ, র‌্যাবের পোশাক, চাইনিজ কুড়াল চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতার ২ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর