সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়নাতদন্তের জন্য তোলা হলো জুলাই শহীদ ওমরের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

ময়নাতদন্তের জন্য তোলা হলো জুলাই শহীদ ওমরের মরদেহ

সুরতহাল ও ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো জুলাই আন্দোলনে শহীদ মো. ওমর বিন নুরুল আবছারের মরদেহ।

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে নিহতের ১০ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে তোলা হলো তার মরদেহ।


বিজ্ঞাপন


বুধবার (২৫ জুন) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী এলাকায় পারিবারিক কবরস্থান থেকে ওমরের মরদেহ তোলা হয়। বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ সময় উপস্থিত ছিলেন।

কানিজ ফাতেমা বলেন, আদালতের নির্দেশে শহিদ ওমরের মরদেহ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুরতহাল সম্পন্ন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।

আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না: সারজিস আলম

পারিবারিক সূত্র জানায়, ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছরের আগস্টে রাজধানীর উত্তরায় ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ঢাকায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। এ ঘটনায় ২১ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের হয়।


বিজ্ঞাপন


ওই মামলায় চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের আবেদনের প্রেক্ষিতে ওমরের মরদেহ উত্তোলনের আদেশ দেন। আদেশে বলা হয়, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলার ভুক্তভোগী ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

দেশের পারিপার্শ্বিক কারণে ভুক্তভোগীর অভিভাবকরা সুরতহাল, ময়নাতদন্ত এবং স্থানীয় পুলিশকে অবগত না করে ওমরের মরদেহ ২০২৪ সালের ৫ আগস্ট পরিবারের লোকজন উপজেলার আকুবদন্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন। ফলে ভুক্তভোগীর সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওমরের মরদেহ কবর হতে উত্তোলনের আদেশ দেন আদালত।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর