মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির ছবিটি বুধবার দুপুরে তোলা - ঢাকা মেইল।

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ স্লোগানে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মুন্সিগঞ্জে উদ্‌যাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


এর আগে, দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়।

thumbnail_ফুটেজ-(বর্ণাঢ্য_আয়োজনে_মুন্সিগঞ্জে_বিশ্ব_পরিবেশ_দিবস_উদযাপন)_মুন্সিগঞ্জ_25.06.2025(2)

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় সভায় প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পরিবেশ-বান্ধব উপকরণ যেমন কাপড় বা পাটের ব্যাগ, কাচ বা মাটির মগ,  বাঁশ, বেত, কাগজের তৈরি ঠোঙা ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে অনুরোধ জানানো হয় উপস্থিত সবাইকে।


বিজ্ঞাপন


thumbnail_ফুটেজ-(বর্ণাঢ্য_আয়োজনে_মুন্সিগঞ্জে_বিশ্ব_পরিবেশ_দিবস_উদযাপন)_মুন্সিগঞ্জ_25.06.2025(4)

অনুষ্ঠান শেষে জৈব জ্বালানির ব্যবহার হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য সৌর বিদ্যুৎ স্থাপন করায় উদ্যোক্তা মো. অহিদকে ৪৫ হাজার টাকা এবং গো- বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য উদ্যোক্তা তাছলিমা আক্তারকে ৪৫ হাজার টাকার অনুদানের চেক  প্রদান করা হয়।

thumbnail_ফুটেজ-(বর্ণাঢ্য_আয়োজনে_মুন্সিগঞ্জে_বিশ্ব_পরিবেশ_দিবস_উদযাপন)_মুন্সিগঞ্জ_25.06.2025(13)

বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফর্মেশন (স্মার্ট) প্রকল্পের সহযোগিতায় দিবসটি দিনব্যাপী উদ্‌যাপিত হয়।

thumbnail_ফুটেজ-(বর্ণাঢ্য_আয়োজনে_মুন্সিগঞ্জে_বিশ্ব_পরিবেশ_দিবস_উদযাপন)_মুন্সিগঞ্জ_25.06.2025(5)

এছাড়া রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সার্বিক সহযোগিতায় পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি।

আরও পড়ুন

যবিপ্রবির ৩২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমাযূন রশীদ।

thumbnail_ফুটেজ-(বর্ণাঢ্য_আয়োজনে_মুন্সিগঞ্জে_বিশ্ব_পরিবেশ_দিবস_উদযাপন)_মুন্সিগঞ্জ_25.06.2025(9)

এছাড়া আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-স্মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্পটির জলবায়ু পরিবর্তন ইউনিটের (সিসিইউ) ফোকাল পার্সন মানিক চন্দ্র রায়, প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর