বান্দরবানে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্টের (ইউপিডিএফ) ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন, অজিত চাকমা (৩৯), রিপন চাকমা প্রকাশ শমেষ (৪৪), অনিয়ন চাকমা (২৩) ওয়াইসে মারমা (২৮)বীর কুমার ত্রিপুরা (২৯), সুখেন তঞ্চঙ্গ্যা (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদরে নীলাচলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ জন সদস্যকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্যরা বান্দরবান শহরের নীলাচল, বড়ুয়ার টেক, মিলনছড়ি এলাকায় গাড়ি থামিয়ে টাকা আদায় করতো। বিষয়টি নিরাপত্তা বাহিনী অবগত হলে বিশেষ অভিযান চালিয়ে তাদর আটক করে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

