সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, গাছের চারা রোপণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ঝিনাইদহে  বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে বেলুন উড়িয়ে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক এর কার্যালয় চত্ত্বরে ফুল বাগানে গাছের চারা রোপণ করা হয় এবং সব শেষ  জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, আইসিটি ও শিক্ষা এবিএম খালিদ হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মুন্তাসির রহমান, জেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আগামীর প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে আমাদের এক্ষুনি পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। একই তারা আরও বলেন, পরিবেশ দূষণে সব থেকে বেশি দায়ী প্লাস্টিক যার মাত্রা দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্লাস্টিকের ক্ষতিকর দিক গুলো জেনে এর ব্যাবহার বন্ধ করতে হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর