বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে

জুলাই অভুত্থানে হত্যা মামলায় তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান লিটনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সোয়েবুর রহমান এ আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২ ও ৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল ও হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হয়।


বিজ্ঞাপন


IqjrdHag

আদালত সূত্রে জানা যায়, আনিছুর রহমান লিটন জুলাই অভ্যুত্থানে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহার নামীয় ৮৮ নম্বর আসামি। এছাড়াও আবু সাইদ আহত মামলার এজাহার নামীয় ২৯ নম্বর আসামি। তিনি রংপুরের তারাগঞ্জের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

আরও পড়ুন

জুলাই আন্দোলনে গুম: খুলনায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ

এর আগে গত ২২ জুন যশোর জেলার বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত যাওয়ার সময় আনিছুর রহমান লিটনকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, তার বিরুদ্ধে রংপুরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর