চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার না করায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেন তারা।
সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার জামবাড়ি ইউনিয়নে মান্নুমোর হতে বড়গাছী-বাইপাস সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান তারা।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ২০০৯ সালে কার্পেটিং রাস্তা হিসেবে নির্মাণ করা হয় মান্নুমোড় হতে বড়গাড়ী-বােইপাস সড়ক। কিন্তু নির্মাণের ১৭ বছর পার হলেও হয়নি সংস্কার। এতে রাস্তাজুড়ে তৈরি হয়েছে গর্ত। এতে দেখে বোঝার উপায় নেই এটি কার্পের্টেটিং রাস্তা। ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে রাস্তাটির বেহাল দশা দেখার কেউ নেই। তাই আমরা প্রতিবছর এভাবে রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ করে আসছি। তবেও কোনো ব্যবস্থা হচ্ছে না।
এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন আব্দুল জলিল তিনি বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করি। গ্রামের কৃষি পণ্য পরিবহনসহ প্রায় তিন হাজারের মতো গ্রামবাসী চলাচল করেন নিয়মিত। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যান্য ছোট ছোট যানবাহন নিয়মিত চলাচল করে এই রাস্তা দিয়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কিন্তু অনেকদিন থেকেই রাস্তাটির বেহাল অবস্থা। এতে এতে করে চলাচলে চরম ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা। এমনকি কেউ মারা গেলে মরদেহ নিয়ে যেতে হয় মাথায় করে।

মান্নুমোড় এলাকার নাজমুল নামের আরও এক ব্যক্তি বলেন, এ রাস্তাটি অবহেলিত অবস্থানে পড়ে। স্থানীয় জন প্রতিনিধির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। কিন্তু কোনো ব্যবস্থা হয়নি।
জামবাড়ীয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিনকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। তবে সাবেক চেয়ারম্যান মো. জগলুল হক বলেন, রাস্তাটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অনেক আগেই। আমার জানামতে এ রাস্তার বাজেট হয়ে আছে। কিন্তু কেন যে কাজ হচ্ছে না তা আমার জানা নেই।
প্রতিনিধি/এসএস

