রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মৌসুমি ফল হিসেবে ল্যাংড়া আম খাওয়ানো হচ্ছে। পাশাপাশি, তাদের জন্য দুধ পান করার ব্যবস্থাও করেছে কারা কর্তৃপক্ষ। এতে বন্দীরা বেশ খুশি।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান ঢাকা মেইল-কে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
কারা কর্তৃপক্ষ জানায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার বন্দী আটক থাকেন। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বন্দী রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কারাগারে থেকেও তারা যেন রাজশাহীর বিখ্যাত মৌসুমি ফল আমের স্বাদ থেকে বঞ্চিত না হন, সে জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গত ২২ জুন সিনিয়র জেল সুপার শাহ আলম খানের নেতৃত্বে জেলার, ডেপুটি জেলারসহ অন্যান্য কারা কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বন্দীদের মাঝে ল্যাংড়া আম বিতরণ করা হয়।
বলা হয়, আমের স্বাদ আরও উপভোগ্য করতে বন্দীদের মাঝে দুধও সরবরাহ করা হয়েছে। কারা প্রশাসনের এ মানবিক উদ্যোগে বন্দীরা বেশ আনন্দিত।
এছাড়া, রাজশাহীর বন্দীরা চাইলে নির্দিষ্ট পরিমাণে তাদের বাড়ির গাছের আম কারাগারে পাঠাতে পারেন। এটি একটি মানবিক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, ‘রাজশাহী আমের জন্য বিখ্যাত। এ আমের মৌসুমে বন্দীদের মাঝেও যেন আম খাওয়ার আনন্দ ও স্বাদ পৌঁছে দেওয়া যায়, সে জন্যই এ উদ্যোগ। এতে তারা অনেক খুশি।’
প্রতিনিধি/একেবি

