সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শার্শায় ট্রাকচাপায় কিশোর নিহত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

শার্শায় ট্রাকচাপায় কিশোর নিহত

শার্শায় ট্রাকচাপায় তানজিম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের বটতলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম শার্শার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


আহতরা হলেন, পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮) ও সুফিয়া খাতুনসহ আরও দুইজন।

আরও পড়ুন

ভাড়াটিয়ার মারধরে বাড়িওয়ালার মৃত্যু

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল একটি ইজিবাইক। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালককে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। ঘটনার পর ট্রাকচালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর