বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০২:১০ এএম

শেয়ার করুন:

দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা আটক
ছবি: ঢাকা মেইল

কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি কাঠের বাটযুক্ত দা এবং ১টি ছুরি উদ্ধার করা হয়। 

আটককৃত রোহিঙ্গা জানি আলম (১৭) শিবিরের ব্লক-ই, ঘর-২৭৪,লেদা ক্যাম্প-২৪ -এর বাসিন্দা রোহিঙ্গা ছৈয়দ আলমের ছেলে। রোববার (১৯ জুন) বিকেল ৫টার দিকে লেদা ক্যাম্প-২৪ থেকে তাকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম। তিনি ঘটনার বিবরণে জানান, রোববার বিকেল ৫টার দিকে উক্ত রোহিঙ্গা পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসহ হামলার উদ্দেশ্যে একই ক্যাম্পের বাসিন্দা ইয়াহিয়া (৪৫) এর ঘরের সামনে অবস্থান করছিল। এই সংবাদ পেয়ে ক্যাম্প অভ্যন্তরে টহলরত এপিবিএন পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গা জানি আলমকে আটক করে। এ সময় তার সাথে থাকা ২টি কাঠের বাটযুক্ত দা এবং একটি ছুরি জব্দ করা হয়  ।   

এসপি তারিকুল আরও জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর