সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে ভূমিকা রাখছে তালগাছ

সাকলাইন যোবায়ের, কুমিল্লা
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে ভূমিকা রাখছে তালগাছ

জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে দিনদিন বেড়ে চলেছে বজ্রপাত। পরিসংখ্যান বলছে, গত ৪০ বছরে দেশে প্রায় ১৫ শতাংশ বজ্রপাত বৃদ্ধি পেয়েছে। এছাড়া, বজ্রপাতে বিশ্বজুড়ে যে পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটে, তার এক-চতুর্থাংশই ঘটে বাংলাদেশে।

সম্প্রতি কুমিল্লায় একই দিনে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। দিন দিন দেশব্যাপী বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।


বিজ্ঞাপন


তবে কৃষি বিভাগ বলছে, প্রাকৃতিক রাডার হিসেবে পরিচিত তালগাছ বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে পারে। পাশাপাশি, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিসংখ্যান বলছে, যেসব এলাকায় যথেষ্ট পরিমাণে তালগাছ রয়েছে, সেসব এলাকায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। সাধারণ মানুষ মনে করে, পুষ্টিকর ফল দেওয়ার পাশাপাশি ঘর নির্মাণসহ বিভিন্ন প্রয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বিলুপ্তপ্রায় তালগাছ।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবিসহ কয়েকটি এলাকায় তালগাছ থাকার কারণে সেখানে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

tal


বিজ্ঞাপন


চৌদ্দগ্রাম উপজেলার ভারত-সীমানাঘেঁষা জগন্নাথদিঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে গ্রামের সড়কের দুই পাশে সারি সারি তালগাছ রয়েছে। এমনকি বাড়ির আঙিনাতেও ছোট-বড় তালগাছে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ দেখা যায়। পর্যাপ্ত তালগাছ থাকার কারণে এ এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা নেই।

সাতঘরিয়া গ্রামের ৭০ বছর বয়সী রহমান বলেন, "আমাদের গ্রামে প্রচুর তালগাছ রয়েছে। এ কারণে এখানে বজ্রপাতে কেউ মারা গেছে, এমনটা কখনো দেখিনি।"

লালমাই উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসলেহ উদ্দিন সেলিম ঢাকা মেইলকে বলেন, ‘তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় এটি বজ্রপাত নিরোধে সহায়তা করে। এছাড়া এটি ভূমিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষায়ও সহায়ক।’

বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে বাড়িঘর, রাস্তার পাশে কিংবা বিস্তীর্ণ ফসলের মাঠে তালগাছ লাগানো উচিত। গ্রামীণ ও উপকূলীয় জনপদে তালগাছের পরিকল্পিত চাষ একদিকে যেমন প্রকৃতি নান্দনিক করে তোলে, অন্যদিকে দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে এবং মানুষের জীবন বাঁচাতে পারে।

u

কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ ঢাকা মেইলকে বলেন, ‘মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলার ১৭ উপজেলায় ৫০ হাজার তালের বীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বীজ সড়কের পাশে নয়, ফসলি মাঠের আইলে লাগানো হবে।’ তিনি আরও বলেন, ‘তালগাছ বজ্রপাত নিরোধক এবং পরিবেশবান্ধব। নির্বিচারে এ গাছ নিধনের ফলে বর্তমানে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। মাঠে কৃষকদের মৃত্যুঝুঁকি কমাতে কৃষি বিভাগ এ উদ্যোগ নিয়েছে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর