সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

মিরসরাইয়ে ১২ কেজি গাঁজাসহ মো. নাছির শরীফ নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনের ছায়েদা কমপ্লেক্সের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক মো. নাছির শরীফ পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ৭ নম্বর  ইকদি ইউনিয়নের আতরখালী এলাকার আবদুল ওয়াহাবের ছেলে। বর্তমানে শরীফ চট্টগ্রামের ডাবলমুরিং থানার জাফর কলোনি এলাকায় বসবাস করে।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ সীম কার্ডসহ হ্যাকার চক্রের ২ সদস্য গ্রেফতার

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনের ছায়েদা কমপ্লেক্সের সামনে চেকপোস্ট বসিয়ে মো. নাছির শরীফকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আটক মো. নাছির শরীফের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে একইদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর