সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে যুবকের মৃত্যু 

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

আমতলীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত ৮ টার দিকে উপজেলার নারান্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রিজভী পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মকুল মিয়ার ছেলে। সে পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গাছ বোঝাই টমটমটি পুলেরঘাট যাওয়ার পথে ও মোটরসাইকেলটি নারান্দি বাজারে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহি। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোবারক হোসেন খান বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর পরেই টমটম চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/  এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর