সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সীমান্তে আবারও ১৬ জনকে পুশইন করলো বিএসএফ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

সীমান্তে আবারও ১৬ জনকে পুশইন করলো বিএসএফ

বাংলাদেশ সীমান্তে পুশইন কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৩ জুন) সকালে এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গা, নারী-শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।


বিজ্ঞাপন


তাদের মধ্যে আটজন শিশু, চারজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। পুশইন হওয়া এসব ব্যক্তিকে সীমান্তবর্তী চা-বাগানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটক করেন। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি নাগরিক। বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির টহল দল সীমান্ত এলাকার একটি চা-বাগান থেকে তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সোমবার ভোররাতে ভারতের একটি সীমান্ত ফটক দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিএসএফ সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের পুশইন করছে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হলেও এই ধরনের ঘটনা থেমে নেই। জেলা প্রশাসন রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করবেন।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে আটক ১৬ জনকে বিজিবির টহল দল সীমান্ত এলাকা থেকে ধরে আনে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি। যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মোল্লা সোমবার (২৩ জুন) সন্ধ্যায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিজিবি ১৬ জনকে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে এবং রোহিঙ্গাদের সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর