সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অতিরিক্ত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে স্পিডবোট, প্রাণে বাঁচল সবাই 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

অতিরিক্ত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে স্পিডবোট,  প্রাণে বাঁচল সবাই 

নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট নলচিরা ঘাটের কাছে এসে দুর্ঘটনায় পড়ে। এ সময় স্পিডবোটের পাশ ভেঙে দুর্ঘটনায় পড়ে। তবে যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠে যায়।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার সময় উপজেলার নলচিরা নৌ-ঘাটের তীরে স্পিডবোট ডুবির এ ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


 নলচিরা নৌ-পুলিশ ইনচার্জ  আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নলচিরা ঘাটের প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে ২৮জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের দিকে আসে। ঘাটের কাছে আসলেই বোটটির পাশ ভেঙে যাত্রীরা নদীর তীরে পড়ে যায়। পরে কেউ সাঁতরে আবার কেউ মাটি ধরে উপরে উঠে আসে।

আরও পড়ুন

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, স্পিডবোটে আগে জনপ্রতি ৫০০ টাকা নিতো। এখন তার চেয়ে বেশি পড়ে যায়। ১০ জনের একটি বোটে ১৬ থেকে ১৮ জন যাত্রী বসায়। দুর্ঘটনায় পড়া বোটটিতে সর্বোচ্চ ১৬জন যাত্রী তোলা যেত। সেক্ষেত্রে মালিকপক্ষ ২৮ জন যাত্রী নিয়েছে। যার কারণে এ দুর্ঘটনা ঘটে । স্পিড বোটটি বয়ারচর এলাকার পিটু নামের এক ব্যক্তির বলে জানা যায়।


বিজ্ঞাপন


এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, স্পিডবোটটি ঘাটের কাছে  ডুবে যাওয়ায় সব যাত্রী তীরে উঠে যেতে পেরেছে। এতে প্রাণ হানির ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর