সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় লাশ হয়ে ফিরলেন এনজিও ম্যানেজার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় লাশ হয়ে ফিরলেন এনজিও ম্যানেজার

কর্মস্থলে যাওয়ার সময় কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুরে নুর আলম শেখ (৩০) নামের এক এনজিওর ম্যানেজার নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সকালে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহরপুর (উত্তরপাড়া) গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছাছে। এ সময় শোকের মাতম শুরু হয় পুরো এলাকায়।


বিজ্ঞাপন


নিহত নুর আলম শেখ কন্দর্প মনোহরপুর (উত্তরপাড়া) গ্রামের রইচ শেখের ছেলে।

আরও পড়ুন

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্বজনরা জানায়, নুর আলম শেখ কুমিল্লা জেলায় ‘বিজ’ নামের একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার পদে চাকরি করছিলেন। এরই ধারাবাহিকতায় রোববার দাউদকান্দি এলাকায় মাঠ পরিদর্শনে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে অফিসে ফেরার পথে একটি বাসের  সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। তখন অন্য একটি চলন্ত পিকআপ ভ্যানের চাপায় ঘটনা স্থলে নুর আলম শেখের মৃত্যু হয়। এরপর সোমবার তার মরদেহ সাদুল্লাপুরের গ্রামের বাড়িতে আনা হয়।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবী প্রধান বলেন, কন্দর্প মনোহরপুর গ্রামের এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানা নেই।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর