সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাহীন ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান, ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

শাহীন ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান, ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি সীমান্তবর্তী লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 সোমবার (২৩ জুন) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের খুদে বার্তার মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


thumbnail_1000294555

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৫০ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ‘চেয়ারম্যান ভাঙ্গা’ নামক এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন

কানাডা ভিসার নামে ১৯ লাখ টাকার প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার

অভিযানকালে শাহীন ডাকাতের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী গ্যাংয়ের ব্যবহৃত আস্তানায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি দেশীয় একনলা বন্দুক এবং ৩টি শর্টগান উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে ওই এলাকায় অভিযান চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


উদ্ধার করা অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর