মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) রাত ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত মাহমুদ শাহরিয়ার মনির (৪৬) মাদারীপুরের কালকিনি থানা এলাকার আব্দুর রহিমের ছেলে ।


বিজ্ঞাপন


কারাগার সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন মামলায় ২০১৯ সাল থেকে মাহমুদ শাহরিয়ার মনির কারাগারে বন্দি ছিলেন। গত রোববার তাকে ঢাকায় আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে তাকে পুনরায় কারাগারে আনা হয়। এক পর্যায়ে রাত ৯টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে মাহমুদ শাহরিয়ার মনিরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, কারাগারে ভিতর হঠাৎ শাহরিয়ার মুনির অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে দ্রুত শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর