সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় বালু উত্তোলনের সরঞ্জাম জব্দসহ ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বালু উত্তোলনের সরঞ্জাম জব্দসহ ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় বিভিন্ন সরঞ্জাম জব্দ করাসহ আমিনুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ জুন) উপজেলার মহদিপুর ইউনিয়ন কেত্তারপাড়া গ্রামের কৃষি মাঠে এই অভিযান পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার আমিনুল ইসলাম কেত্তারপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি আবাদি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।

জব্দ করা সরঞ্জামের মধ্যে- ড্রেজার মেশিন পাঁচটি, ট্রাক্টর তিনটি, পাইপ, ২২টি মোবাইল ফোন, ট্রাম্প ট্রাক, ভেকু মেশিনসহ উত্তোলনকৃত ৩০ হাজার ঘনফুট বালু রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরপর জব্দ করা মালামাল ও গ্রেফতার আমিনুল ইসলামকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর