মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নীলফামারীতে বজ্রপাতে ঘরজামাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

নীলফামারীতে বজ্রপাতে ঘরজামাইয়ের মৃত্যু

নীলফামারীতে বজ্রপাতে কাশিনাথ রায় (৫৫) নামে এক ঘরজামাইয়ের মৃত্যু হয়েছে। 

রোববার (২২ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


মৃত কাশিনাথ রায় কঙ্গুরু বর্মণের ছেলে। তিনি পেশায় কৃষক।

স্থানীয় মশিউর রহমান ও মো. বাবলু জানান, দুপুরে বৃষ্টিপাতের সময় কৃষক কাশিনাথ রায় মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান বলেন, কাশিনাথ রায় দীর্ঘ দিন ধরে কচুয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। আমরা প্রশাসনকে এ বিষয়টি অবহিত করেছি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “এখনও পর্যন্ত বজ্রপাতে মৃত্যুর কোনো অফিসিয়াল তথ্য আমরা পাইনি। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর