সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাদুল্লাপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সম্প্রতি এ ঘটনায় শুক্রবার (২০ জুন) সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি তাজউদ্দিন খন্দকার।


বিজ্ঞাপন


মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম মিয়া (৫০) গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৭ জুন রাত প্রায় সাড়ে ৩টার দিকে আব্দুর রহিম মিয়া পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পেট্রোল দিয়ে রবিউলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাফ বিল্ডিং, টিনসেড ঘর ও একটি মনোহারী দোকান পুড়ে ছাই হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের আনে। এ ঘটনায় প্রায় ২০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহিম মিয়া গংরা আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় শুক্রবার (২০ জুন) নামীয় সাতজন ও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুর রহিম মিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেছেন। সেটি তদন্তাধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর