বাড়ির গোয়াল ঘরে গরুর খাবার দিতে গিয়ে সাপে দংশিত হয়ে পাবনায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) রাতে পাবনার বেড়া উপজেলা চাকলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাপে দংশিত ওই নারীকে প্রথমে এক কবিরাজের কাছে নেওয়া হয়। সেই কবিরাজ ব্যর্থ হলে নেওয়া হয় আরেক কবিরাজের কাছে। ৪ ঘণ্টা পর নেওয়া হয় হাসপাতালে। ততক্ষণে মৃত্যু হয় তার।
বিজ্ঞাপন
মৃত আকলিমা খাতুন (২৪) ওই গ্রামের শাহানুর প্রামানিকের স্ত্রী। আকলিমার চার বছর বয়সী একটি মেয়ে আছে। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আকলিমার স্বামী শাহানুর প্রামাণিক জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোয়াল ঘরে গরুকে খাবার দিতে গেলে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এসময় তাকে গ্রামের এক কবিরাজের কাছে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে নেয়া হয় বেড়া পৌর এলাকার আরেক কবিরাজের কাছে। তিনিও বিষমুক্ত করতে ব্যর্থ হন। শেষে রাত সাড়ে নয়টার দিকে তাকে নেওয়া হয় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নেওয়া হলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। আমাদের তেমন কিছু করার ছিল না। মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রতিনিধি/এএ

