সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাইক্ষ্যংছড়িতে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

নাইক্ষ্যংছড়িতে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) ভোর ৬টায় মিয়ানমার সীমান্তঘেঁষা ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকা থেকে ইয়াবার এ বড় চালানসহ তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক শহিদের বাড়ি কক্সবাজারের উখিয়ার এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-৮ (ইস্ট), ব্লক-বি/৭৪ হোসেন আহমদের ছেলে।

আরও পড়ুন

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ দল এলাকায় ওত পেতে থাকে। একপর্যায়ে এক যুবক ব্যাগ কাঁধে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর