সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতের ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুটে করে পালিয়ে গেছে।

1671507726.gazipur-dakat


বিজ্ঞাপন


শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারে চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

ভুক্তভোগী পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত মই দিয়ে চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাসার দোতলার বারান্দায় ওঠে। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে চিকিৎসক দম্পতিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, আলমিরা ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

gazipur-robber-310525-01-1748678154


বিজ্ঞাপন


এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর