সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় পিস্তলসহ যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় পিস্তলসহ যুবদল নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা শহরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মিলন আলী লিমন (৪০) নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকার এতিমখানা রোডে তার নিজ বাসভবনে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেফতার মিলন আলী লিমন চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুন

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩৬ এডির ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে লিমনের বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে গ্রেফতার লিমনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে লিমনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর