সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে ১৩ জনকে ব্ল্যাক বেল্ট ও সনদপত্র প্রদান

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

চাঁদপুরে ১৩ জনকে ব্ল্যাক বেল্ট ও সনদপত্র প্রদান

চাঁদপুরে সোতোকান কারাতে সেন্টারের আয়োজনে ১৩ জন শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


কারাতে প্রশিক্ষক সাহাবুব পলাশের সঞ্চালনায় ও প্রধান প্রশিক্ষক মো. জসীম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কারাতে ফেডারেশনের কোচ মইনুল হোসেন এবং সোতোকান কারাতে সেন্টারের উপদেষ্টা, সাংবাদিক আলম পলাশ।

সম্প্রতি ঢাকায় জাতীয় কারাতে ফেডারেশন আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই ১৩ জন শিক্ষার্থী ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এর মাধ্যমে সোতোকান কারাতে সেন্টার থেকে এ পর্যন্ত মোট ২০ জন ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন।

ব্ল্যাক বেল্টপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—অথৈ সাহা, ফাহিম আহমেদ, মুবাছির রহমান মোন্তাছির, মো. ফারুক হোসেন, শাজাদাত গাজী, খাদিজা আক্তার, মাইশা, মাসনুন জারা, আইরিন সুলতানা, তাপসি রাবেয়া জামান ইচ্ছা, বিনায়ক সাহা, সুমাইয়া আক্তার ও মানসী মৃন্ময়ী জামান মেঘ।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর