সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে প্রনব চন্দ্র দেব নামের এক যুবক আটক হয়েছেন।

আটক প্রনব চন্দ্র দেব জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বিধান চন্দ্র দেবের ছেলে।


বিজ্ঞাপন


শুক্রবার (২০ জুন) বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।

আরও পড়ুন

মাধবপুরে ৫৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। তিনি জানান, শুক্রবার হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এক প্রার্থীর খাতায় স্বাক্ষর করতে গিয়ে দায়িত্ব পালনকারী শিক্ষকের সন্দেহ হয়। তখন তিনি তাকে আটক করেন। কাগজপত্র পর্যালোচনা করে এবং জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম প্রনব চন্দ্র দেব। তিনি হরবল্লা দেবের ছেলে আশীষ দেবের পক্ষে প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর