সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেমিকসহ আপত্তিকর অবস্থায় গৃহবধূ আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

প্রেমিকসহ আপত্তিকর অবস্থায় গৃহবধূ আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া করতে এসে গৃহবধূ কারিমা (ছদ্মনাম) ও প্রেমিক মিরাজ সিকদারকে (৪০) আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার কলারণ চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


গৃহবধূ কারিমা (৩৫) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামের মো. মনির জোমাদ্দারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। 

অন্যদিকে প্রেমিক মিরাজ সিকদার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি গ্রামের হেমায়েত শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, মো. মনির জোমাদ্দার ও মিরাজ সিকদার একসঙ্গে মালবাহী জাহাজে কাজ করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে মনির জোমাদ্দারের স্ত্রী কারিমার সঙ্গে বন্ধু মিরাজ সিকদারের পরিচয় হয়। 

পরে কারিমা ও মিরাজ সিকদারের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার রাতে মনির জোমাদ্দারের ঘরে স্ত্রী কারিমা ও তার বন্ধু মিরাজ সিকদারকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। 


বিজ্ঞাপন


ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, রাতে এলাকাবাসী দু’জনকে মনির জোমাদ্দারের ঘর থেকে আটক করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর