সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদের (২৩) মরদেহ এক দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। শুক্রবার (২০ জুন) দুপুর ১টার দিকে ওই সীমান্ত দিয়েই মরদেহটি হস্তান্তর করা হয়।
এদিন কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে নিহত জাকারিয়ার মরদেহটি হস্তান্তর করে।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভারতের পিনারসালা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিজিবি জানায়, ঘটনাস্থল থেকে ভারতের পিনারসালা থানা দূরে এবং ঘটনাস্থলটি দূর্গম এলাকায় হওয়ায় মরদেহ হস্তান্তরে বিলম্ব হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রামের পার্শ্ববর্তী ভারত সীমান্তের ভেতরে জাকারিয়ার মরদেহটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
এরপর তারা বিষয়টি বিজিবি ও পুলিশকে জানায়। এ ঘটনায় জাকারিয়ার চাচা গিয়াস উদ্দিন কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিজ্ঞাপন
এদিকে জাকারিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি। পারিবারিক সমস্যার কারণে এই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের।
এএইচ

