সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লটারির নামে জুয়া বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

লটারির নামে জুয়া বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ 

পিরোজপুরে বাণিজ্যমেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা। 

শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।


বিজ্ঞাপন


মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন - জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, কমল অ্যাকাডেমির কেন্দ্রীয় সভাপতি মাইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী ইমু প্রমুখ।

এ সময় বক্তারা বাণিজ্যমেলায় লটারির টিকিট বিক্রির নামে জুয়া বন্ধের দাবি জানান। অবিলম্বে বাণিজ্যমেলায় লটারির নামে জুয়া বন্ধ করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিলে ও পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর