সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে আগুনে পুড়েছে খাবার হোটেলসহ দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে আগুনে পুড়েছে খাবার হোটেলসহ দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুর শহরতলীর খলিশাডুলি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি খাবার হোটেল এবং একটি ইলেকট্রনিকস দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২০ জুন) ভোরে খলিশাডুলি মঠখোলা মাদরাসা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান দুটি হলো—স্থানীয় বাসিন্দা আমির হোসেনের ইলেকট্রনিকস সামগ্রীর দোকান এবং আব্দুল মোতালেবের খাবার হোটেল। উভয় প্রতিষ্ঠানই টিনশেড ঘরে স্থাপিত ছিল।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সময়মতো এসে প্রায় ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, আগুনের খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। তবে ক্ষতিগ্রস্তদের আবেদনের ভিত্তিতে বিস্তারিত তদন্ত করা হতে পারে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর