সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে ভারী বর্ষণে আঞ্চলিক সড়কে ধস

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ভারী বর্ষণে আঞ্চলিক সড়কে ধস

নড়াইলের লোহাগড়া উপজেলায় টানা ভারী বর্ষণের কারণে লোহাগড়া-নহাটা আঞ্চলিক সড়কের জালালসী এলাকায় ভয়াবহ ধস দেখা দিয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে হঠাৎ সড়কটি সম্পূর্ণরূপে ধসে পড়ে, যার ফলে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন রোগী, শ্রমজীবী মানুষসহ এলাকার হাজারো বাসিন্দা।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছু দিন ধরেই জালালসী এলাকায় সড়কের কিছু অংশে মাটি ধসে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে ভারী বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে শুক্রবার সকালে সড়কটি ধসে পড়ে।

ইজিবাইক চালক রাজু শেখ বলেন, এ সড়কে দিয়ে হাজার হাজার লোক চলাচল করে। এ রাস্তায় প্রায় জায়গা ধসে গেছে। এখানে প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে দাবি - জনসাধারণের জন্য দ্রুত সংস্কার করা হোক।

জালালসী গ্রামের বাসিন্দা হুমায়ুন সরদার বলেন, 'এই সড়কটি আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। এখন এটি ধসে যাওয়ায় বাজার, স্কুল, কলেজ আর হাসপাতালে যাওয়া কঠিন হয়ে পড়েছে।'

স্থানীয় গৃহবধূ সালমা খাতুন বলেন, 'রোগী নিয়ে বের হতে পারছি না, রিকশা-মোটরসাইকেল চলতে পারছে না। শিশুরাও স্কুলে যেতে পারছে না। আমাদের জীবন এখন ঝুঁকির মধ্যে।'


বিজ্ঞাপন


এ বিষয়ে নড়াইল সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, 'বৃষ্টির কারণে সড়কটি ধসে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ধস প্রতিরোধ ও সংস্কারের কাজ শুরু করা হয়েছে। অস্থায়ীভাবে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে এবং পরবর্তীতে টেকসই সংস্কারের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।'

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর