মাদারীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনসহ চলতি মৌসুমে জেলায় মোট শনাক্ত হয়েছে ১৩১ জন রোগী। এর মধ্যে ৪ জন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকি ১২৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে মাদারীপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৪৯ শতাংশ রোগী শনাক্ত হয়েছে রাজৈর উপজেলায়। অর্থাৎ, ১৩১ জনের মধ্যে ৬২ জন রোগী সেখানকার। বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ২ জন ডেঙ্গু রোগী। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে একজন এবং শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুর এমন ভয়াবহতায় বাড়ছে জনমনে আতঙ্ক।
বিজ্ঞাপন
এদিকে, গত এক সপ্তাহে মাদারীপুরে ৪৬ জন রোগী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পরীক্ষা করান। তাঁদের মধ্যে দুইজনের শরীরে ধরা পড়েছে এই মহামারি রোগ।
ডেঙ্গুতে আক্রান্ত দিনমজুর রুবেল মিয়া বলেন, ‘আমি দিনমজুর হিসেবে কাজ করি। টেকেরহাট এলাকায় বেশি থাকি। কিভাবে ডেঙ্গুতে আক্রান্ত হলাম, বুঝতে পারছি না। তবে হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ।’
মাদারীপুরের সুশীল সমাজের প্রতিনিধি সুবল বিশ্বাস বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, কর্মচারী এবং কর্মীদের এগিয়ে আসতে হবে। এছাড়া সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, তাহলে ডেঙ্গুর ভয়াবহতা কমে আসবে। আর করোনা প্রতিরোধে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরিফুল আবেদন কমল বলেন, ‘ডেঙ্গু ও করোনাভাইরাস শনাক্তের জন্য পর্যাপ্ত কিট হাসপাতালগুলোতে সরবরাহ রয়েছে। এছাড়া প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিট খোলা রয়েছে। রোগীদের সর্বাত্মক সেবা দিতে প্রস্তুত আমাদের স্বাস্থ্যকর্মীরা। সাধারণ জনগণ সচেতনভাবে চললে ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আর করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

