সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগুরায় অস্ত্রসহ ২ বিকাশ প্রতারক আটক

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

মাগুরায় অস্ত্রসহ ২ বিকাশ প্রতারক আটক

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর চৌগাছি ও রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও হ্যাকিং সরঞ্জামসহ দু’জন বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে মাগুরা আর্মি ক্যাম্প। 

শুক্রবার (২০ জুন) ভোররাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় পিস্তল, বন্দুক, অ্যামুনিশন, ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ অর্থ।


বিজ্ঞাপন


মাগুরা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্য অনুসারে মো. আনিসুর রহমান (২৮) এবং রাজাপুর মন্ডলপাড়া গ্রামের মো. আশরাফ মন্ডল (৪৫) দীর্ঘ দিন ধরে প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। এছাড়া তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রও সংরক্ষিত ছিল।

ভোর ৩টা ৪০ মিনিটে মাগুরা আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উভয় আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি বন্দুক, একটি অ্যামুনিশন, একটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, এক লাখ ১০ হাজার ৮৫০ টাকা এবং একটি ড্রাইভিং লাইসেন্স।

আটক আনিসুর রহমানের বাড়ি শ্রীপুর উপজেলার চর চৌগাছি গ্রামে এবং অপরজন আশরাফ মন্ডলের বাড়ি একই উপজেলার রাজাপুর মন্ডলপাড়ায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ তাদেরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর