জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিগত ৩টি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ ও ভারত থেকে পূর্বনির্ধারিত ছিল। তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। এই কারণে উৎসবমুখর নির্বাচন প্রয়োজন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা আশা করি, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত।
শুক্রবার (২০ জুন) দুপুরে পঞ্চগড় জেলা জাগপার আয়োজিত পঞ্চগড় জেলার সাংবাদিকদের সম্মানে ঈদ পূর্ণমিলনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
রাশেদ প্রধান আরও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের সমাজে ৪টি পেশার মানুষের নিরপেক্ষতা খুবই প্রয়োজন। চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক। যেমন মানবদেহের রোগের জন্য ভালো চিকিৎসক প্রয়োজন, তেমনি সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য ভালো সাংবাদিক প্রয়োজন। অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য দরকার ভালো আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারক। সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে নিরপেক্ষ ও প্রকৃত সংবাদ আশা করে। আমি বিশ্বাস করি, নতুন বাংলাদেশে আপনারা সেই ভূমিকা পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, জাগপার আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক জেলাগুলোতে প্রচারণা কার্যক্রম শুরু করেছে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী, অপরাজনৈতিক ও অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রুখে দিতে হবে।
জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সিনিয়র সহসভাপতি মফিদার রহমান, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুব জাগপার আহ্বায়ক কামরুজ্জামান কুয়েত, জেলা জাগপার ছাত্রলীগ সভাপতি শাহাদত হোসেন সেলিম প্রমুখ।
প্রতিনিধি/একেবি

