সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোনারগাঁয়ে পলিথিনে মোড়ানো অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ

জেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁয়ে পলিথিনে মোড়ানো অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পলিথিনে মোড়ানো অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ছোট সাদিপুর এলাকার একটি ঝোপের ভেতর মরদেহটি পড়েছিল।


বিজ্ঞাপন


তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, বয়স আনুমানিক ৩০-৩২ হবে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে ফোন দেন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নোয়াখালীতে বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মরদেহটি মহাসড়কে পাওয়া গেলেও ভিন্ন ঘটনায় হওয়ায় সোনারগাঁ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। তাদের সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত পাওয়া যাবে।


বিজ্ঞাপন


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, ধারণা করছি কেউ এসে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর