সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে ডাকাতিকালে নিহত ২, আটক ৪

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ডাকাতিকালে নিহত ২, আটক ৪

গাজীপুরের শ্রীপুরের ডাকাতির সময় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঘটককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন কনে পক্ষের

নিহতের মধ্যে মো. আরিফ হোসেন কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। এছাড়া সিএনজিচালক আবুল কালাম হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

thumbnail_Screenshot_20250620_122858_Editor_Lite

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় গাছ ফেলে ৬-৭ জনের ডাকাত দল গাড়ির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। এক পর্যায়ে ভুক্তভোগীরা মিলে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে। এ সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। একই সময়ে মাওনা চৌরাস্তায় যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজন মারা যান।


বিজ্ঞাপন


thumbnail_Screenshot_20250620_122815_Gallery

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় এক ডাকাত সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহতাবস্থায় চারজন ডাকাত আটক হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর