বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক সোয়েবুর রহমান এ আদেশ প্রদান করেন। পরবর্তী ২ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। এর আগে বিকেলে রংপুর নগরীর ধাপের নিজ বাসা থেকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ। সম্প্রতি ৩ জুন মহানগর হাজির হাট থানায় দায়ের হওয়া ছমেস হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় তিনি এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি।
বিজ্ঞাপন
এদিকে গ্রেফতার করার পরপরেই গ্রেফতার হওয়া মো. মাহমুদুল হকের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার সহধর্মিণী বিষয়টি নিশ্চিত করেন। হুবহু স্ট্যাটাসটি হলো:
আমি মো. মাহমুদুল হকের সহধর্মিণী লিখছি 'আমার হাজবেন্ড মো. মাহমুদুল হক সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; আজ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে আমার রংপুরের ধাপ এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ আমার হাজবেন্ডকে আটক করে সরাসরি আদালতে নিয়ে যায়। কোনো এক হত্যা মামলার অভিযোগের প্রেক্ষিতে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আমার হাজবেন্ড এরকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি পুরোপুরিভাবে নির্দোষ। এটি একটি পরিকল্পিতভাবে সাজানো মিথ্যা মামলা। আমি আমার হাজবেন্ডের স্নেহভাজন শিক্ষার্থী, সম্মানিত সহকর্মী, সাংবাদিকতা পেশার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সবার পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি।'
প্রতিনিধি/এসএস

